দাম বৃদ্ধির প্রতিবাদও করছেন তারা। এবার সাধারণ মানুষের এ প্রতিবাদে শামিল হয়েছেন বিধানসভার এক সদস্য।
এনডিটিভি জানিয়েছে, বিহারের বিধানসভায় বিরোধী দল আরজেডির বিধায়ক (এমপি) শিবচন্দ্র রাম প্রচণ্ড খেপেছেন পেঁয়াজের দাম বৃদ্ধিতে।
বুধবার তিনি দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় যোগ দেন।
পেঁয়াজের দাম বাড়তে থাকায় মানুষ তাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিধানসভায় ঢোকার আগে শিবচন্দ্র বলেন, পেঁয়াজের মূল্য কেজিপ্রতি ৫০ টাকার নিচেই থাকে। এবার তা অনেক বেড়েছে। গলায় পেঁয়াজের মালা দেখিয়ে তিনি বলেন, আমি ১০০ টাকা কেজিতে কিনেছি।
তিনি বলেন, বিধানসভায় এই মালা পরে যাব। আমি চাই মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুক। আশা করব, এটি দেখে তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবেন।
শিবচন্দ্র আরো বলেন, আমার দাবি, সরকারকে গরিবদের জন্য কেজিপ্রতি ১০ টাকা মূল্যে পিয়াজ দিতে হবে।
তিনি বিহারের নীতিশ কুমার সরকারকে তাদের ‘ফাঁপা প্রতিশ্রুতি’র অভিযোগ তুলে আক্রমণ করেন। মনে করিয়ে দেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ৩৫ টাকা বা তার কমে সবজি বিক্রি করার।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

