১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে হাইকোর্টের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২৭ জনের নাম উল্লেখসহ পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০১ জনের নামে মামলা দায়ের করে।

গ্রেপ্তারের পর হাফিজ উদ্দিনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

একই মামলায় সকালে হাইকোর্টের গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৯ ২:৫১ অপরাহ্ণ