১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

কন্যা সন্তানের বাবা হলেন তামিম

মেয়ের ছবি পোস্ট না দিলেও ছবিতে ছিল শুধু কন্যা সন্তানের নাম-আলিশবা ইকবাল খান। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে সেই ছবি পোস্ট দেওয়ার পর থেকে থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন তামিম।

এর আগে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণটি ফেসবুকেই ব্যাখ্যা করেন তামিম। সেখানে লিখেছিলেন, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।’

তামিম ব্যক্তিগত কারণটি পরিষ্কার করে বলেছিলেন, ‘আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়ে ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যরা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।’

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৯ ১:০০ অপরাহ্ণ