১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু

এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিসাধীন অবস্থায় দুপুর ১টায় রুমা মারা যান।

নিহত রুমার বাসা দক্ষিণ দনিয়া শাহী মসজিদের পাশে। তিনি শান্তিনগরের কোয়ান্টাম ব্লাড ব্যাংকের ল্যাবে কর্মরত ছিলেন।

রুমার স্বামী শফিকুল ইসলাম বলেন, ‘বাবার বাড়ি পল্লবী থেকে কর্মস্থল শান্তিনগর কোয়ান্টাম ব্লাড ব্যাংকের উদ্দেশে যাচ্ছিলেন রুমা। শান্তিনগর মোড়ে পৌঁছানোর পর বাস থেকে তড়িঘড়ি করে নামানোর সময় তিনি পড়ে যান। এরপর ওই বাসটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে এসে ঘটনাটি জেনেছি।’

ময়নাতদন্তের জন্য রুমার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৯ ৫:২২ অপরাহ্ণ