১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

লাগেজের ভেতর হাত-পা ও মাথাবিহীন লাশ

ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র ব্রিজের পাশে পড়ে থাকা একটি লাল রঙের লাগেজের ভেতর থেকে এক ব্যক্তির হাত, পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে লাগেজ তল্লাশি করে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি পেশাদার অপরাধচক্রের কাজ। তদন্ত করে মৃতদেহের নাম পরিচয় ও খুনের রহস্য জানা যাবে।

পুলিশ ধারণা করছে, কেউ খুন করার পর হাত, পা ও মাথা বিচ্ছিন্ন করে শুধু দেহ লাগেজের ভেতর ঢুকিয়ে ব্রিজের পাশে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এর আগে রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টার পর থেকে লাল রঙের লাগেজটি নগরীর শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র ব্রিজের সংযোগ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্ধ্যায় পুলিশকে খবর দেয়। এরপর থেকেই পুলিশ ও র‌্যাবের সদস্যরা রাতভর নিরাপত্তা বেষ্টনী দিয়ে লাগেজটি ঘিরে রাখে।

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৯ ১২:৩৬ অপরাহ্ণ