১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৩ জন

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত একজন ও  তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর চারটার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চর মশুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাসুদ (২২)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ মো. আরিফকে (২০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আর ইরফান (২৩) ও সাইফুল খানকে (২০) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ভোরে চর কেওয়ার ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মো. জীবন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসুর সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাসুদ মারা যান। তার লাশ সেখানেই রয়েছে। এখনো ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুছ আলী জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১০, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ