নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মো. ফিরোজ (২৩) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বক্সিপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে পল্লবীর ১২ নম্বর সেকশনের আলাউদ্দিন ইস্টার্ন হাউজিং বালুর মাঠের ১০ নম্বর রোডের স্থানীয় এমএ মতিনের বাড়িতে ভাড়া থাকতেন। জানা যায়, ফিরোজকে রাতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তার স্ত্রী শাপলা আক্তার। পরে প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে রাত ১২টা ৫০ মিনিটে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

