১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪১

চাঁদপুরে ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে চার হাজার পিচ ইয়াবাসহ হাজেরা(৩০) নামের এক নারীকে আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার ১১টায় রাতে নৌ-টিকেট কাউন্টারের কাছে তল্লাশি কালে তাকে আটক করা হয়। হাজেরার বাড়ি কক্সবাজার। ইায়াবা গুলো বরিশাল নিয়ে যাচ্ছিল সে।  হাজেরা জানায, তার স্বামী মোহাম্মদ রফিক তাকে সঙ্গে করে বরিশাল যাচ্ছিল। ভোরে কক্সবাজার হতে বাস যোগে চট্টগ্রাম হয়ে চাঁদপুরে আসে বিকেলে। রাতে বরিশাল যাওয়ার জন্য লঞ্চ ঘাট আসলে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশির কথা বললে তার স্বামী তাকে রেখে পালিযে যায়। পরে পুলিশ তাদের সাথে একটি বালতিতে টিসু দিয়ে মোড়ানো অবস্থায় ৩৯৬৫ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, জেলা পুলিশ ও নৌ-পুলিশ যৌথ অভিযানে এত বড় একটি চালান আটক হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ-নৌ-পুলিশ নিয়মিত ঘাটে তল্লাশি চালিয়ে যাবে। যাতে যাত্রীরা নিরাপদে বাড়ি যেতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১০, ২০১৭ ১০:৪৭ পূর্বাহ্ণ