১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক : এক সৌজন্য সফরে আগামী বুধবার ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার রাতে ঢাকায় আসবেন তিনি। পরদিন সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বৃহস্পতিবার দুপুরে তিনি বাংলাদেশ থেকে লাওসের উদ্দেশ্যে রওয়ানা হবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এর আগে ২০০৬ ও ২০১২ সালে ঢাকায় এসেছিলেন তৎকালিন ফিফা সভাপতি সেপ ব্লাটার। তার আগে এসেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। এ নিয়ে চতুর্থবারের মতো ফিফার কোনো সভাপতি বাংলাদেশে আসতে যাচ্ছেন।

ফিফা সভাপতির আগমণ উপলক্ষ্যে আজ শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি ও সাধারণ সম্পাদ আবু নাঈম সোহাগসহ অন্যান্যরা।

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৯ ৬:১৪ অপরাহ্ণ