১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

আইসিসির ভেরিফাইড ফেসবুক পেজের কভার ফটোতে মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভেরিফাইড ফেসবুক পেজের কভার ফটোতে শোভা পাচ্ছে বাংলাদেশী ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের ছবি। শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের পর তার উদযাপনের উল্লাসিত ছবিটি আইসিসি তাদের ফেসবুক পেজের কভার ফটো করেছে।  মাত্র ৩৩ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশ যখন দিশেহারা, সমর্থকরাও যখন চোখ ফিরিয়ে নিয়েছে টিভির স্ক্রিন থেকে তখন তিনি আরেক লিজেন্ডারি ব্যাটসম্যান সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে অনবদ্য ব্যাটিংয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। এক পর্যায়ে দু’জনই সেঞ্চুরি থেকে দুই রান করে দূরে। এমন সময ছয় মেরে ওডিআইতে সপ্তম শতক পূর্ণ করেন সাকিব। পরের ওভারে পরপর দুই বলে চার মেরে তৃতীয় বলে বোল্ড হন তিনি। এসময় সাকিবের ব্যক্তিগত স্কোর ১১৫ বলে ১১৪ রান।  তার আউট হওয়ার মধ্যদিয়ে পঞ্চম উইকেটে ২২৪ রানের জুটি ভাঙে। যা যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১০, ২০১৭ ১০:১২ পূর্বাহ্ণ