১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

ঐতিহাসিক জুটিতে সেরা জয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেল টাইগার বাহিনী। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ের বিকল্প ছিল না। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয় পায় টাইগাররা।  আজকের খেলায় সাকিব আল হাসান (১১৪) ও মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত (১০২) রান করেন। এর আগে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং-এর কল্যাণে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করতে সক্ষম হয়। কিন্তু ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাত্র ৩৩ রান তুলতেই বাংলাদেশ প্রথম সারির চার উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় বলেই সাউদি শুন্য রানে সাজঘরে ফেরান দারুণ ফর্মে থাকা তামিম ইকবালকে। নিজের পরের ওভারে সাউদি আউট করেন সাব্বির রহমানকে। আর তারপরের ওভারেই সাউদির শিকার হন সৌম্য সরকার। দ্বাদশ ওভারে ১৪ রান করে অ্যাডাম মিলনের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান মুশফিকও।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১০, ২০১৭ ১০:০৭ পূর্বাহ্ণ