১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

যুবলীগ থেকে সম্রাট ও আরমান বহিষ্কার

দেশজনতা অনলাইনঃ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে ইসমাইল চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমানকে।

রবিবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নেয়। যুবলীগের প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু  এই তথ্য নিশ্চিত করেছেন।

সম্রাট যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও আরমান সহসভাপতি ছিলেন।

শনিবার ভোর পাঁচটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের একটি বাড়ি থেকে র‍্যাব সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে। চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়।

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৯ ৬:০৯ অপরাহ্ণ