১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

বজ্রপাতে মা ও তিন ছেলেমেয়ের মৃত্যু

দেশজনতা অনলাইনঃ চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় ঘরতে গিয়ে বজ্রপাতে এক মা ও তার তিন ছেলেমেয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ওয়াহিদা বেগম, তার মেয়ে রেহেনা বেগম ও সামিয়া এবং ছেলে সাব্বির।

জানা গেছে, ওয়াহিদা বেগম ও তার সন্তানরা আজ  দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় বেড়াতে  গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তারা আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৯ ৬:১৭ অপরাহ্ণ