২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

ধর্ষণের অভিযোগে নেপালি পার্লামেন্টের স্পিকারের পদত্যাগ

বিদেশ ডেস্ক : পার্লামেন্টের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর নেপালের স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারা পদত্যাগ করেছেন। তিনি নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা। প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণা বাহাদুর।

রবিবার পার্লামেন্টের ওই নারী কর্মী স্পিকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই নারীর অভিযোগ, রবিবার রাতে তার নিজের বাড়িতে গিয়ে স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারা তাকে ধর্ষণ করেছেন। সে সময় স্পিকার মদ্যপ অবস্থায় ছিলেন। জানা গেছে, গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জরুরি বৈঠক হয়। সে সময় প্রধানমন্ত্রী কে. পি শর্মা ওলি স্পিকারকে পদত্যাগের আহবান জানান।

পদত্যাগ প্রসঙ্গে কৃষ্ণা বাহাদুর বলেন,  মিডিয়ায় আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি পদত্যাগ করলাম।

প্রকাশ :অক্টোবর ২, ২০১৯ ১:২৫ অপরাহ্ণ