ক্যাসিনো ব্যবসার আড়ালে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩০ সেপ্টেম্বর) কমিশন এ সিদ্ধান্ত নেয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ক্যাসিনো ব্যবসা করে যারা বিপুল সম্পদের মালিক হয়েছেন, তাদের সম্পদ বিবরণী চাওয়া হবে। একইভাবে তাদের পরিবারের সদস্যদেরও সম্পদ বিবরণী চাওয়া হবে। আয়কর বিবরণী, পাসপোর্টের তথ্যও চাইবে দুদক।
সম্প্রতি রাজধানীতে শুরু হয়েছে ক্যাসিনোবিরোধী অভিযান। এরই মধ্যে অবৈধ এই ব্যবসার সঙ্গে জড়িত আলোচিত কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্প্রতি রাজধানীতে শুরু হয়েছে ক্যাসিনোবিরোধী অভিযান। এরই মধ্যে অবৈধ এই ব্যবসার সঙ্গে জড়িত আলোচিত কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।