১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

রাজশাহীতে রাস্তায় সমাবেশের অনুমতি পেল বিএনপি

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে আজ বিভাগীয় মহাসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে সমাবেশের জন্য বিএনপি চেয়েছিল মাদ্রাসা মাঠ। দেওয়া হয়েছে মাঠের পাশের রাস্তা। আজ রবিবার সমাবেশ চলবে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

শনিবার সন্ধ্যায় মহাসমাবেশের অনুমতি পাওয়ার পর রাতেই মঞ্চ তৈরির কাজ শুরু করে দলটি। প্রবল বৃষ্টির মধ্যে রাত ১১টার দিকেও মঞ্চ নির্মাণ চলে।

এদিকে হঠাৎ করে রাজশাহী মহানগর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিকদের দাবি, বৃষ্টির কারণে রবিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করা হয়। হঠাৎ করে অঘোষিতভাবে আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বিকালে রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যেন মহাসমাবেশে যোগ দিতে না পারেন সেজন্য অঘোষিতভাবে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

রবিবার সকাল থেকে হঠাৎ করে এ বাস বন্ধ কেন জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন বা সড়ক পরিবহন গ্রুপের কোনো নেতা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

এর আগে সমাবেশ নিয়ে শনিবার সকালে রাজশাহী নগরের মালোপাড়ায় বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান ও হাবিবুর রহমান, বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, বিএনপির যে জোয়ার বইছে, এই জোয়ারে সব বাধা ঝড়ের গতিতে উড়ে যাবে। কোনো বাধাই বিএনপির বিভাগীয় সমাবেশ বন্ধ করতে পারবে না। এই অবৈধ সরকারের নির্দেশে স্থানীয় প্রশাসন অসহযোগিতা করছে।’

নেতা-কর্মী ও সাধারণ জনগণকে সব বাধা অতিক্রম করে মাদ্রাসা মাঠে সময়মতো উপস্থিত হতে পুনরায় আহ্বান জানান তিনি। সেই সঙ্গে অত্যন্ত সতর্কতার সঙ্গে সমাবেশ সফল করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, এই সমাবেশকে ঠেকানোর জন্য গতকাল পর্যন্ত রাজশাহী বিভাগে মোট ৩৮৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে গতকাল শনিবার সকাল পর্যন্ত শুধু রাজশাহীতে ৮০ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। হয়তো সন্ধ্যার পর তারা সেটা হাতে পেয়েছে। গ্রেপ্তারের ব্যাপারে তিনি বলেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, শুধু তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হয়নি।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১:০১ অপরাহ্ণ