আন্তর্জাতিক ডেস্ক : পেটে যন্ত্রণা ও অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন এক কিশোরী। তার পেটে বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় যে, পেটের মধ্যে রয়েছে চুলের বড় বল। পরে অপারেশন করে প্রায় এক কেজি ওজনের চুলের বল বের করেন চিকিৎসকরা।
জানা গেছে, ভারতের বর্ধমানের মাধবডিহি থানার তৈরালার ১৪ বছরের ওই কিশরোরীর চুল খাওয়ার অভ্যাস রয়েছে। চুল খাওয়ার কারণেই মূলত এমন ঘটনা ঘটেছে। সে যে চুল খেয়েছে তা হজম হয়নি এবং পেট থেকে বেরও হয়নি।
সূত্রের খবর, গত তিন বছরে ধরে চুল খেত ওই কিশোরী। চিকিৎসার পরিভাষায় এই প্রবণতাকে বলা হয় রেপুনজেল সিনড্রোম। শেষপর্যন্ত অস্ত্রপচার করে বের করা হয় সেই চুলের গোল্লা।
এর আগে লুধিয়ানার মহাবীরা সিভিল হাসপাতালেও এর তরুণীর পাকস্থলি থেকে ২২ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার সাইজের একটি চুলের বল উদ্ধার করেছিলেন চিকিৎসকরা। এই ধরণের ঘটনার নজির আগেও ঘটেছে ২০১৭ সালের মুম্বাইয়ের এক মহিলার পেট থেকে ৭৫০ গ্রাম ওজনের চুল অস্ত্রোপচার করে বের করেছিলেন চিকিৎসকরা। মধ্যপ্রদেশেও এক মহিলার পেট থেকে উদ্ধার হয় ১.৫ কেজি ওজনের চুলের বল।