১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

পাকিস্তানকে বড় ধাক্কা দিতে তৈরি ভারত: রাজনাথ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে সশস্ত্র সংঘাতে এলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসময় তিনি বলেন, ‘পাকিস্তানের বোঝা উচিত যে আমাদের সরকারের দৃঢ় সংকল্প আছে। আমরা প্রয়োজনে এখন আরও বড় ধাক্কা দিতে পারি’।

শনিবার ভারতীয় নৌবাহিনীতে দ্বিতীয় স্করপিন-ক্লাস অ্যাটাক সাবমেরিন যুক্ত হয়েছে। সেটির উদ্বোধনী অনুষ্ঠান থেকেই পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারি দেন রাজনাথ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সেখানে কাশ্মীর প্রসঙ্গটি উত্থাপন করে ভারত-পাক দুটি পারমাণবিক-সশস্ত্র দেশ সক্রিয় হলে কী ফল হতে পারে তা উল্লেখ করে জাতিসংঘকে সতর্ক করেছেন।

ইমরান খানের ওই বক্তব্যের পর এমন হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১২:৫২ অপরাহ্ণ