১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

আগামী নির্বাচনেও সিলেট-১ আসনে প্রার্থী হচ্ছেন মুহিত

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-১ আসনে পুনরায় নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেটে শুক্রবার সকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।
যদিও এর আগে তিনি আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার  সকালে সদর উপজেলা কমপ্লেক্সে চা শ্রমিকদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
উপজেলা সমাজসেবা অধিদফতরের ‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় সিলেট সদরের ১২টি চা বাগানের ১৭৯০ জন চা শ্রমিককে অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়।

সহায়তা প্রদানকালে মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনে তার পক্ষে ভোট চান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার কাইজার মো. ফারাবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৮:০৫ অপরাহ্ণ