১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

কাতার সঙ্কটে বিপাকে এয়ারলাইন্স, দুর্ভোগ যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-দোহা রুটে বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে ৮ এয়ারলাইন্স। এতে ভোগান্তিতে পড়েছেন কাতারগামী যাত্রীরা। সেইসাথে কার্গো ও যাত্রী পরিবহন থেকে বিমানবন্দরের আয় কমার আশংকা বিশেষজ্ঞদের।

মধ্যপ্রাচ্যে কাতার ইস্যুতে নেতিবাচক প্রভাব পড়েছে এভিয়েশন খাতে। সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি কাতারের জন্য দেশের আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব।

দেশটিকে অনুসরণ করে একই পদক্ষেপ নিয়েছে মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ইয়েমেন। এই ছয় দেশের এয়ারলাইন্সগুলোরও বন্ধ করে দিয়েছে কাতারগামী সব ফ্লাইট। বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন করে মোট ৮টি এয়ারলাইন্স। এর মধ্যে বন্ধ আছে সাউদিয়া, এয়ার এরাবিয়া, এমিরেটস, ইতিহাদ ও ফ্লাই দুবাইয়ের দোহাগামী সব ফ্লাইট। এসব এয়ারলাইন্সের টিকেট কিনে বিপাকে পড়েছেন যাত্রীরা।

এভিয়েশন বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এতে বাংলাদেশী প্রবাসীরা বেশি ক্ষতির মুখে পড়বেন। সেইসাথে সাময়িকভাবে রাজস্ব হারাতে পারে বিমানবন্দরও।

কাতার এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ ও রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা-দোহা ফ্লাইট আগের সূচি অনুযায়ীই চলছে। তবে ৫টি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ থাকায় চাপ পড়েছে এই তিন এয়ারলাইন্সের ওপর।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৮:০৬ অপরাহ্ণ