১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

কারবালা শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের কারবালা শহরের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাগদাদের দক্ষিণে কারবালা শহরের পূর্বাঞ্চল মুসাইয়াবের মার্কেটটিতে এ হামলার ঘটনা ঘটে।

আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেন বলে জানিয়েছেন ইরাকের কর্মকর্তারা।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিজস্ব সংবাদ সংস্থা আমাকে প্রকাশিত এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকারের কথা জানিয়েছে

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৭:৫৯ অপরাহ্ণ