১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

বগুড়ায় অস্ত্র ও গান পাউডারসহ ৩ জেএমবি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় অস্ত্র ও গান পাউডারসহ তিন নব্য জেএমবি সদস্য গ্রেফতার হয়েছে। এরা হলেন, চাঁপাই নবাবগঞ্জের গোমস্থাপুর এলাকার সামসূজ্জামানের পুত্র আব্দুল আজিজ মামুন (২৮), ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফির ওরফে ফারহান (২০) ও গাইবান্ধার সাঘাটার ডাঃ আবু বক্করসিদ্দিকের পুত্র রাসেল (৩৪)।

এ ব্যাপারে বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার সোনাতন চক্রবর্তী জানান, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলার মুরইল এলাকায় ওই তিন নব্য জেএমবি সদস্য মোটর সাইকেল যোগে যাওয়ার সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, এককেজি গানপাউডার ও চাকু উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা নব্য জেএমবি’র সদস্য। নাশকতার উদ্যোশেই তারা কোনো এক জায়গায় মিলিত হওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের মটরসাইকেলটিও আটক করা হয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৭:৫৫ অপরাহ্ণ