৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:২৫

উখিয়ায় প্রবাসীর বাড়িতে ঢুকে চারজনকে গলাকেটে হত্যা

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে দু’জন শিশু ও দু’জন নারী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার পূর্বরত্না গ্রামের কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ছাদের দরজা ভেঙে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করেছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১২:২৬ অপরাহ্ণ