১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলে বাড়িতে ঢুকে কুপিয়ে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতের কোন এক সময় পুবাইলের বসুগাও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বসুগাও পূর্বপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮)। এই দম্পতির দুই বছরের একটি ছেলে রয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির  জানান, আবুল কালাম বেকার ছিলেন। পুতুল তার তৃতীয় স্ত্রী। তবে পুতুল স্থানীয় জেম টেক্স সোয়েটার কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটি ঘুম থেকে জেগে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন বাড়িতে এসে খাটের উপর ওই দম্পতির মৃতদেহ দেখতে পান। এরপর তারা থানায় খবর দেন। পরে পুবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

পুবাইল থানার এসআই নুরুজ্জামান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১২:১৭ অপরাহ্ণ