১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

শ্রমিক লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা জাতীয় শ্রমিক লীগ তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার কারওয়ানবাজার ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় সংলগ্ন এলাকা থেকে এ ফুটপাত দখল মুক্ত করার উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

অভিযানে শ্রমিক লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ফুটপাত দখল করে গড়ে উঠা অন্যান্য স্থাপনাও উচ্ছেদ করা হচ্ছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে,  ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান এক একটি এলাকা ধরে পরিচালনা করা হবে। ওই এলাকার ফুটপাত-সড়ক যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সেই এলাকায় অভিযান পরিচালিত হবে। সেক্ষেত্রে এক এলাকার উচ্ছেদ অভিযান শেষ করতে যদি ৫ -১০ দিন সময়ও লাগে তবু তা করা হবে।

কারওয়ানবাজার সহ আশেপাশের যেসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে তা হলো, অঞ্চল-৫ এর ২৬ নম্বর ওয়ার্ডের ফার্মগেট পুলিশ বক্স থেকে বিজয় সরণি, পান্থপথ সিগন্যাল থেকে সোনারগাঁও ফোয়ারা, জাহাঙ্গীর টাওয়ার থেকে এফডিসি রেলগেট, হলিক্রস কলেজ থেকে তেজগাঁও রেলগেট, তেজগাঁও রেলস্টেশন রাস্তার দুই পাশের ফুটপাত, জনতা টাওয়ার থেকে পেট্রোবাংলা, ঢাকা ওয়াসার বাইলেন রাস্তার এক পাশের ফুটপাত, প্রথম আলো ভবনের দক্ষিণ পাশের ফুটপাত, ডিআইটি মার্কেট থেকে বিটিএমসি ভবন।

এছাড়া, ২৭ নম্বর ওয়ার্ডের ইন্দিরা রোড থেকে টিএন্ডটি খেলার মাঠ, ইন্দিরা রোড বাইলেন রাস্তা এবং গ্রিণ রোড সিগন্যাল থেকে ফার্মভিউ সুপার মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১২:৪৯ অপরাহ্ণ