১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় গ্রামের বাসিন্দা নুর ইসলাম তার তিন সন্তানের মধ্যে প্রতিবন্ধী মেঝো মেয়ে নুর জাহানকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। নাতনিকে হত্যার ঘটনায় জামাই নুর ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন শ্বশুর সমসের আলী। আদালতে ১৫ জনের সাক্ষ্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় বাবা নুর ইসলাম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। তবে মামলার বাকি দুই আসামির দোষ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলা পরিচালনায় সরকার পক্ষে ছিলেন আইনজীবী আতাউর রহমান আতা ও আসামি পক্ষে শাহিনুর ইসলাম।

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৯ ৬:২৮ অপরাহ্ণ