১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৭

১১০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি, তিন নাবিক নিখোঁজ

চট্টগ্রাম : মাদার ভেসেল থেকে ১১০০ টন কয়লা নিয়ে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটের দিকে যাওয়ার সময় এমভি হীরা পর্বত-৮ নামের একটি লাইটার জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। আজ বৃহস্পতিবার (১২ জাহাজ) সকাল ১০টার দিকে সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে উত্তাল ঢেউয়ের কারণে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় তিন নাবিক নিখোঁজ রয়েছেন।বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির উপসচিব আতাউল কবির তালুকদার রঞ্জু।

তিনি  বলেন, ‘আয়নিক স্পিরিট নামের একটি মাদারভেসেল থেকে কয়লা নিয়ে ফেরার সময় উত্তাল ঢেউয়ের মুখে পড়ে জাহাজটি ডুবে যায়। এতে ওই জাহাজে থাকা ১২ জন নাবিকের মধ্যে তিনজন নিখোঁজ হন। বাকিদের উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে।’

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ হাসান বলেন, নিখোঁজ নাবিকদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বঙ্গবন্ধু, বিএনএস দুর্জয়, বিএনএস নিমূর্ল অভিযান পরিচালনা করছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৯ ২:৩৮ অপরাহ্ণ