অনলাইন ডেস্ক:
সন্ত্রাসী কর্মকান্ডে ৭১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মদদ দেয়ার অভিযোগ অস্বীকার করেছে কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির দাবি, সৌদি ও তার মিত্রদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
জার্মানি সফররত পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার গণমাধ্যমকে বলেন, সৌদি ও তাদের মিত্রদের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা কাতারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত গড়ারও চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড আরব উপদ্বীপে ভালো কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে অভিযোগ করে, ৫৯ ব্যক্তি ও ১২ প্রতিষ্ঠানকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় কাতার সাহায্য করছে।
অভিযুক্তদের মধ্যে মিশরের রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা আল্লামা ইউসুফ আল কারজাবি রয়েছেন।
এছাড়া মিশরের অপর ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং কাতারের ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ওই তালিকাভুক্ত করা হয়েছে।
তালিকায় কাতারের ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাজ পরিবারের সিনিয়র সদস্য, ব্যবসায়ী ও রাজনীতিকদের নাম রয়েছে।
দৈনিক দেশজনতা /এমএম