ক্রীড়া প্রতিবেদক:
এই ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলার দারুণ সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। জয় পেতে মরিয়া বাংলাদেশ তাই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে। আর দলের বোলিং-শক্তি বাড়াতে চার পেসার নেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং লাইনের মোকাবিলায় বাংলাদেশ দলে চার পেসার নেওয়া হয়েছে। তাঁরা হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
তাই একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। বাংলাদেশ দলে আরেকটি পরিবর্তন এসেছে- তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায় আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ফেরানো হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিশ্চিত হার এড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার আশা জাগিয়ে রাখে বাংলাদেশ। বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের ঝুলিতে আসে মহামূল্যবান একটি পয়েন্ট। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ জিততে পারলেই শেষ চারে খেলার সম্ভাবনাটা উজ্জ্বল হয়ে উঠবে মাশরাফির দলের।
টানা দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন দুই পয়েন্ট। চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের সমীকরণটা এখন এমন যে শেষ ম্যাচে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর ইংল্যান্ড যদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে বাংলাদেশের সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
দৈনিক দেশজনতা/এন আর