১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

রানু মন্ডলকে নিয়ে যা বললেন লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গানটি গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হয়েছেন রানু মন্ডল নামের এক নারী।

দুদিন আগেও পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল রানু মন্ডলের বাস। সেখান থেকে এখন তিনি বলিউডে। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধায়নে বলিউডের হ্যাপি, হার্ডি অ্যান্ড হির সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি।

বহুল আলোচিত রানু মন্ডলকে নিয়ে প্রশ্ন করা হলে লতা মঙ্গেশকর বলেন, ‘যদি আমার গান নিয়ে কারো ভালো হয়, তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। কিন্তু আমার মতে, স্থায়ী সফলতার জন্য অনুকরণ করা ঠিক নয়। আমার, কিশোর দার, রাফি সাহেবের, মুকেশ ভাইয়ার অথবা আশা ভোঁসলের গান গেয়ে শুধু সাময়িকভাবে নজরকাড়া সম্ভব। কিন্তু বেশিদিন টেকা সম্ভব না।’

বর্ষীয়ান এ গায়িকা আরো বলেন, ‘অনেক ছেলেমেয়ে আছে যারা আমার গান ভালো গায়। কিন্তু নজরকাড়ার পর ক’জন টিকে থাকে? আমি শুধু সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষালকেই চিনি।’

তিনি বলেন, ‘নকল করো না। আমার ও সহকর্মীদের গান গাও। কিন্তু এক পর্যায়ে গিয়ে শিল্পীদের নিজের গান গাওয়া উচিৎ। যদি আশা ভোঁসলে নিজের মতো করে গান না গাইতো তাহলে আজীবন আমার আড়ালে থেকে যেত। কীভাবে একজন নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারে সে তার বড় উদাহরণ।’

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৯ ৫:৫৭ অপরাহ্ণ