১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

কারামুক্ত মিন্নি

বরগুনা প্রতিনিধি : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সেসময় তাঁর বাবা মোজাম্মেল হোসেনসহ স্বজন ও মিন্নির পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে উচ্চাদলত থেকে মিন্নির জামিন মঞ্জুরের আদেশ বরগুনা জ্যেষ্ঠ বিচারিক আদালতে পৌঁছায়। এরপর মিন্নির পক্ষে মিস কেস দাখিল করেন আইনজীবী মাহবুবুল বারি আসলাম। পরে বিকেল সাড়ে তিনটায় আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মিন্নির বাবার জিম্মায় জামিন নামায় বেলবন্ড দেন।

বিকাল চারটা নাগাদ বেলবন্ড বরগুনা জেলা কারাগারে পৌঁছায়। কারাগারের প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে চারটায় মিন্নিকে কারামুক্ত করে বাবা মোজাম্মেল হোসেনের জিম্মায় দেয়া হয়।

জেলগেটে থাকা একটি এম্বুলেন্সে করে মিন্নিকে বাড়িতে নেওয়া হয়। সেসময় মিন্নির বাড়িতে স্বজনদের ভিড় ছিল।

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৯ ৫:৫৩ অপরাহ্ণ