২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

বাহমায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ডোরিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : রেকর্ড রাখা শুরুর পর থেকে ক্যারিবিয়ান দ্বীপ বাহমাপুঞ্জে আঘাত হেনেছে সবচেয়ে তীব্র ঘূর্ণিঝড় ডোরিয়ান। পাঁচ মাত্রার এই হারিকেনের আঘাতে দ্বীপের অনেক ঘরবাড়ির ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে তীব্র বন্যারও। হারিকেনের পর সাত মিটার উচ্চতার জলচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন  কর্মকর্তারা। ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে আঘাত হানার পর এই হারিকেনটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগুচ্ছে। দেশটির ফ্লোরিডা, জর্জিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।.

স্থানীয় সময় রবিবার দুপুরে বাহমার এলবো প্রবালপ্রাচীরে হারিকেন ডোরিয়ান আঘাত হানার কিছুক্ষণের মধ্যে আবাকো দ্বীপপুঞ্জ পানির নিচে চলে যায়। হারিকেনের সঙ্গে সঙ্গে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতও চলে এই দ্বীপপুঞ্জে। বাহমার কয়েক জন বাসিন্দার অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে বাতাসে ছাদ উড়ে যাওয়ার পর ঘরে ঢুকে পড়েছে পানি।  উল্টে যাওয়া নৌকাও বন্যার পানিতে ভাসতে দেখা গেছে এসব ফুটেজে।

স্থানীয় সময় সোমবার রাত অথবা মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) পরিচালক কেন গ্রাহাম সতর্ক করে বলেন, দশ ঘণ্টারও বেশি সময় ধরে বড় ধরণের হারিকেনের কবলে থাকতে পারে বাহমা দ্বীপপুঞ্জ। রবিবার এই দ্বীপপুঞ্জের মূল বিমানবন্দরটি সচল থাকলেও এই এলাকার অপর বেশ কয়েকটি বিমানব্ন্দর বন্ধ রাখা হয়। পর্যটক হোটেলগুলো বন্ধ রাখা হয়েছে, স্থানীয় বাসিন্দারা বাড়ি-ঘরেই অবস্থান করছেন। নিম্নাঞ্চলীয় এলাকা থেকে বড় দ্বীপগুলোতে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে নৌকা ভাড়া করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকে স্কুল, গির্জা ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৯ ১১:৩৪ পূর্বাহ্ণ