১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

রংপুর নগর বিএনপি সভাপতি মোজাফফর মারা গেছেন

দেশজনতা অনলাইন : রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন গতকাল রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান  শেষে রংপুরের নিজ বাসভবনে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও রাত ৯ টার দিকে মৃত্যুবরন করেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু তার সভাপতির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি। তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্ষিয়ান এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রংপুরের বিভিন্ন সংগঠন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। এইচ এম এরশাদের শূন্য আসনে বিএনপির প্রথম পছন্দের তালিকায় ছিলেন মোজাফফর হোসেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৯ ১১:৪৪ পূর্বাহ্ণ