৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:৪৫

কুকুরের মুখ থেকে উদ্ধার হলো নবজাতকের লাশ

দেশজনতা অনলাইন : ঢাকা: রাতের অন্ধকারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নার্সিং ক্যান্টিনের সামনে থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের মাথা ও হাড় সম্বলিত দেহটি কুকুর টেনেএনে এখানে ফেলে যায়।

শনিবার রাত পৌনে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ওসি আবুল হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নার্সিং ক্যান্টিনের সামনে থেকে ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

একদিনের মৃত নবজাতককে কে বা কারা ফেলে যায়। নবজাতকের মাথা ও হাড় সম্বলিত দেহটি সম্ভবত কুকুর এখানে টেনেএনেছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৯ ২:৪৪ অপরাহ্ণ