১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরো ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ১ হাজার ৯শ’ দু’জন ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১ হাজার ৩শ’ ৪৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। অবস্থার অবনতি হওয়ায় ৩শ’ দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৫২জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসেবে শিশুসহ এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৯ ৫:০৪ অপরাহ্ণ