ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এখনো নতুন করে অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে এখনো ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪৬ ব্যক্তি। তারা ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে গত ২০ জুলাই হতে ১৯ শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হলো ফরিদপুরে। যাদের মধ্যে সাত জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে জেলা সদর ও বিভিন্ন উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ১ হাজার ৯শ’ দু’জন ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১ হাজার ৩শ’ ৪৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। অবস্থার অবনতি হওয়ায় ৩শ’ দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৫২জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসেবে শিশুসহ এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।