১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

সাভারে ডেঙ্গুতে অধ্যাপকের স্ত্রীর মৃত্যু

দেশজনতা অনলাইন : সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা আক্তার (৪২) নামে এক কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত খাদিজা বেগম সাভার পৌর ছায়াবীথি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী হাবিবুর রহমান আশুলিয়া এন্ড কলেজের সহকারী অধ্যাপক। তার গ্রামের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়।

নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, গত ২৬ আগষ্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে নিয়ে চিকিৎসা নেন। এসময় তার ডেঙ্গু ধরা পড়লেও শারিরিক অবস্থা তুলনামূলক ভাল থাকায় হাসপাতালে ভর্তি না রেখে খাদিজা বেগমকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গতকাল বিকেলে তার শারিরীক অবস্থার অবনতি হলে দ্রুত এনাম মেডিকেল হাসপাতালের আইসিওতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে সে মারা যান।

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৯ ২:২৫ অপরাহ্ণ