২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৫

পাকিস্তানি পতাকা নিয়ে মিছিল করায় কেরালায় ৩০ ছাত্র আটক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় একটি কলেজে পাকিস্তানি পতাকার আদলে একটি সংগঠনের পতাকা নিয়ে মিছিল করায় ৩০ ছাত্রকে আটক করেছে পুলিশ।

তবে ছাত্রদের দাবি, এটি পাকিস্তানের পতাকার মতো দেখতে হলেও এটি আসলে তাদের সংগঠনের পতাকা। খবর দ্য ডনের।

কেরালার কোঝিকোদে জেলার পেরামব্রা এলাকায় অবস্থিত সিলভার কলেজের ক্যাম্পাসে গত বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে।

কলেজের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারাভিযানে ওই পতাকা নিয়ে মিছিল করছিল বলে জানায় কলেজটির মুসলিম ছাত্রদের সংগঠন এমএসএফ (মুসলিম স্টুডেন্ট ফ্রন্ট)।

ছাত্রদের দাবি, পতাকাটি আকারে বড় হওয়ায় এটি পাকিস্তানের পতাকার মতো দেখাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, আটক ছাত্রদের বিরুদ্ধে কয়েকটি ধারায় মামলা হবে। এতে জেল জরিমানা উভয় দণ্ডই হতে পাবে। এমকি ছাত্রত্বও বাতিল হতে পারে।

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৯ ২:১৯ অপরাহ্ণ