১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত ও আরো ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

শনিবার স্থানীয় সময় ৩ টার পর পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি মিডল্যান্ড হাইওয়ে এঘটনা ঘটে।

একজন পুলিশ মিডল্যান্ড এবং ওডেসা হাইওয়ের মধ্যে একটি গাড়ি থামাতে গেলে বন্দুকধারী পুলিশকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। এরপর বন্দুকধারী রাস্তায় অন্যান্য গাড়ি ও পথিকদের লক্ষ্য করে গুলি করে। এক পর্যায়ে, সে গাড়ি থেকে নেমে একটি পোস্টাল ট্রাক চুরি করে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সে ধাওয়া খেয়ে একটি সিনেমা কমপ্লেক্সের সামনে পুলিশের গুলিতে নিহত হয়। বন্দুকধারী শ্বেতাঙ্গ ও ৩০ বছর বয়সী ছিলো।

পুলিশ জানিয়েছে, এঘটনায় ২০ জন আহতদের মধ্যে তিন জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহতদের অনেকেই গুলিতে জখম  এবং অনেকে গুলির আঘাতে ভেঙে যাওয়া গাড়ির গ্লাসের আঘাতেও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে লিখেছেন, অ্যাটর্নি জেনারেল বার তাকে টেক্সাসের ঘটনার বিষয়টি জানিয়েছেন এবং এফবিআই ও আইন প্রয়োগকারীরা ঘটনা তদন্ত করে দেখছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৯ ২:০৮ অপরাহ্ণ