২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৫

রাষ্ট্রীয় অবহেলা ও মালিকের শোষন-নির্যাতনের শিকার গার্মেন্টস শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক:

শ্রমিক নেতারা বলেছেন, ২০১৩ সালে গার্মেন্টস খাত রপ্তানী করেছিল ১৯ বিলিয়ন ডলার, বর্তমানে তা ২৮ বিলিয়ন ডলারে এসে দাড়িয়েছে। জাতীয় রপ্তানীর ৮০ ভাগ আসে গার্মেন্টস খাত থেকে। কিন্তু এই সেক্টরের কর্মরত শ্রমিকেরা রাষ্ট্রীয় অবহেলা ও মালিকের শোষন-নির্যাতনের শিকার।
আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। ২০ রোজার মধ্যে বেতন-রোনাসসহ প্রাপ্য সকল পাওনা পরিশোধ, পোষাক শ্রমিকদের আবাসন-চিকিৎসা-রেশনিং এর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ এবং আশুলিয়ায় মজুরি আন্দোলনে সৌমিত্র কুমার দাস, আহমেদ জীবনসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এসমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, প্রতি বছর রোজার শুরুতে শ্রম মন্ত্রনালয় মালিকদের সাথে বৈঠক করে সকল পোষাক শিল্প শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু মালিকরা ঈদের ছুটির পুর্ব মূহুর্ত পর্যন্ত শ্রমিকদের বোনাস-বেতন পরিশোধ না করে শ্রমিকদের জিম্মি করে। ঈদের আগ মুহুর্তে শ্রমিকরা যখন স্বজনদের সাথে মিলিত হওয়ার জন্য উদগ্রিব হয় তখন মালিকরা শ্রমিকদের বোনাস না দিয়ে বকশিশ হিসাবে কিছু টাকা দিয়ে আর আংশিক বেতন দিয়ে শ্রমিকদের সাথে প্রতারণা করে। শ্রমিকদের তখন প্রতিবাদ করার কোন সুযোগ থাকেনা । প্রতিবাদ করলেও উৎসবের পূর্বে আইন-শৃঙ্খলার অজুহাতে সরকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। নেতৃবৃন্দ বলেন, লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকের ঘামের বিনিময়ে বৈদেশিক মুদ্রা অর্জীত হচ্ছে। অথচ জাতীয় বাজেটে সেই শ্রমিকদের আবাসন, চিকিৎসা, খাদ্য নিরাপত্তার জন্য কোন সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি। সরকার একদিকে মালিকদের স্বার্থ রক্ষায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে পুলিশ দিয়ে দমন করছে অন্যদিকে এই শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রিয় কোন বরাদ্দ রাখছে না । যা সামাজিক বৈষম্যকে আরও তরান্নিত করবে। নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জের সোনারগাঁও এ অবস্থিত বিথি ফ্যাশানের শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই প্রচেষ্টা বন্ধ এবং শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতন পরিশোধ করার জন্য প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
নেতৃবৃন্দ ২০ রোজার মধ্যে শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধের আহবান জানিয়ে বলেন অন্যথায় উদ্ভুত পরিস্থিতির দায় মালিকদের বহন করতে হবে। নেতৃবৃন্দ শ্রমিকদের বেতন-ভাতা প্রাপ্তিকে নিশ্চিত করতে প্রয়োজনিয় ব্যবস্থা নিতে এবং আশুলিয়ায় মজুরি আন্দোলনে শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের প্রতি আহবান জানান।
সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতি¦তে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ প্রমূখ।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৪:০২ অপরাহ্ণ