২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২২

লংগদু ঘটনা নিয়ে সরকার রাজনীতি করছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

লংগদু ঘটনা নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ এনে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।

আজ শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল লংগদুর ঘটনাস্থল পরিদর্শনে এসে রাঙ্গামাটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা।

বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল লংগদুর ঘটনাস্থল পরিদর্শনে যেতে চাইলে প্রশাসন অনুমতি না দেয়ায় তারা ঘটনাস্থলে যেতে পারেননি।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. সুকুমল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান শামীম, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের বাধার মুখে বিএপির প্রতিনিধি দল লংগদু যেতে না পারার অভিযোগ এনে সংবাদ সম্মেলনে নোমান বলেন, আমরা লংগদু ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকে যেতে দেয়নি। লংগদু যাওয়ার পর যদি কোনো অঘটন ঘটে তাহলে তার দায়-দায়িত্ব নাকি আমাদের বহন করতে হবে।

লংগদুর ঘটনা নিয়ে সরকার রাজনীতি শুরু করেছে অভিযোগ এনে নোমান বলেন, আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার নির্দেশে দলের পক্ষ থেকে নিহত বাইক চালক ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিতে যেতে চেয়েছিলাম কিন্তু প্রশাসন আমাদের বাধা দিয়েছে।

তিনি বলেন, লংগদুর ঘটনায় গণগ্রেফতারের কারণে এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশ বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। প্রকৃত ঘটনাকে আড়াল করতে এবং দোষীদের রক্ষা করতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। তিনি এই গণগ্রেফতারের তীব্র নিন্দা জানান।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৩:৫৩ অপরাহ্ণ