১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

খেলা শুরু সাড়ে চারটায়, ম্যাচ ৫০ ওভারের

অনলাইন ডেস্ক:

সুখবর, আউট ফিল্ড ভিজে থাকার কারণে খেলা এক ঘণ্টা পিছিয়ে গেলেও ম্যাচ হবে ৫০ ওভারেরই। মানে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়, স্থানীয় সময় বেলা সাড়ে এগারটায়। আর টস হবে এগারটায়। স্থানীয় সময় বেলা পৌনে এগারটায় দ্বিতীয়বার মাঠ পরিদর্শনে আসেন আম্পায়ার ও ম্যাচ রেফারি। মাঠ এখন মোটামুটি খেলার উপযুক্ত। আউট ফিল্ডের অবস্থাও সন্তোষজনক।

কার্ডিফ স্টেডিয়াম এলাকায় গত রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে সকালেও। আগের দিন তো প্রায় টানা বৃষ্টি। যে কারণে আউট ফিল্ডের অবস্থা ভালো ছিল না সকালে। সকালে আম্পায়ার ও ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন করে যান। আউট ফিল্ড ভিজে থাকার স্থানীয় সময় সাড়ে দশটায় ম্যাচ শুরু করা সম্ভব হবে না বিধায় টসও হয়নি।

আকাশের অবস্থা এখন অনেকটাই ভালো, যদিও মেরে আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে চারদিকে। তবে এই মুহূর্তে রোদ উঠেছে কার্ডিফ স্টেডিয়ামে।

খেলা দেরিতে শুরু হবে বিধায় বসে না থেকে মাঠে দুই দলই প্রাকটিসে নেমে পড়েছে। এটা যে দুই দলের জন্যই ডু অর ডাই ম্যাচ। যে দল হারবে তারা বাদ, আর জয়ী দলকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে। এ ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে ইংল্যান্ডের সঙ্গে তারা চলে যাবে শেষ চারে। আর অস্ট্রেলিয়া হারলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে আজকের ম্যাচের বিজয়ীরা চলে যাবে শেষ চারে।

 

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৪:১৬ অপরাহ্ণ