আন্তর্জাতিক ডেস্ক :একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বিশ্বের সবচেয়ে বড় বন আমাজনে। চলতি বছরে এই হার সবচেয়ে বেশি। ২০১৯ সালে আগস্ট পর্যন্ত বৃহৎ এই বনে আগুন ধরেছে ৭২ হাজার ৮৪৩ বার। গত এক সপ্তাহে যার পরিমাণ সাড়ে নয় হাজার। অগ্নিকাণ্ডের এই হিসেব দিয়েছে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা আইএনপিই। তারা জানিয়েছে, আমাজন জঙ্গল ধরে ইতিমধ্যেই ব্রাজিলের রোন্ডানিয়া, অ্যামাজোনাস, পারা, মাতো গ্রোসোর আংশিক অংশ আগুন গ্রাস করেছে। আমাজনে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক হলেও এভাবে সর্বগ্রাসী রূপ নিয়ে আগুন ছড়ায়নি। আইএনপিইর সমীক্ষা বলছে, গত বছর এই সময় পর্যন্ত তুলনা করলে, অ্যামাজনে অগ্নিকাণ্ড ৮৩ শতাংশ বেড়েছে। তার একটা কারণ অপর্যাপ্ত বৃষ্টি।
ঘন ঘন অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো অবশ্য সন্দেহ করছেন এনজিওগুলিকে। তার ধারণা, এনজিওগুলি আমাজনের জঙ্গলে গিয়ে আগুন ধরাচ্ছে। প্রেসিডেন্টের বক্তব্য, অর্থ অপচয় করায় বিভিন্ন এনজিওর ফান্ডিং কমিয়ে দেওয়া হয়েছে। সেই রাগে তারা গিয়ে রেইনফরেস্টে আগুন ধরাচ্ছে। যদিও, তার হাতে যে এ নিয়ে প্রমাণ কিছু নেই, তা স্বীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।