বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু এন্টারপ্রাইজের চালক বাবুল, গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু এবং ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় যাচ্ছিল দুটি বাস। সালন্দর ডেনিস নামক এলাকায় পৌঁছার পর সোনার বাংলা বাসটি পাশ কাটাতে গিয়ে পেছন থেকে রাজু এন্টারপ্রাইজের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক রাজু এবং যাত্রী বাবু মারা যায়।
আহত হয় যান দুটি অন্তত ২৩ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর আবুল কালাম আজাদ নামে আরেকজন মারা যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

