স্থানীয়রা জানান, গত কয়েকদিনের ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে ফসলি জমি, বাড়ি-ঘর, বাগানসহ নানা স্থাপনা। গত কয়েক দিনে মেঘনার ভাঙন তীব্র হওয়ায় মেহেন্দিগঞ্জ এবং হিজলার সীমান্তবর্তী আলীগঞ্জ এলাকার মানুষের দিন কাটে আতঙ্কে। ওই এলাকায় বিরাজ করছে হাহাকার।
ভাঙন ঝুঁকিতে পড়েছে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীগঞ্জ বাজার, আশীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলা পি.এন মাধ্যমিক বিদ্যালয়, বাথুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিসসহ শতশত বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা ও ঘরবাড়ি।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মেঘনা নদীর তীর সংরক্ষণে ১৯০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্প রিভাইস করে আলীগঞ্জের ১ হাজার ৬ মিটার নদীর তীর সংরক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৪ আগস্ট এক সভায় আলীগঞ্জে নদীর তীর সংরক্ষণ প্রকল্প অনুমোদন হয়েছে। শিগগিরই চূড়ান্ত অনুমোদনের পর আলীগঞ্জে নদীর তীর সংরক্ষণের কাজ শুরু হবে।