২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫১

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশজনতা অনলাইন : এবারের ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্ধারিত দাম ঘোষণা করেন। চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।
এ সময় মন্ত্রী জানান, এবার গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট হবে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। খাসির চামড়ার দাম হবে সারা দেশে ১৮-২০ টাকা। বকরির চামড়ার দাম ১৩-১৫ টাকা।চামড়ার দাম কমার সম্ভাবনা নেই জানিয়ে টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় কোনও বাজারেই চামড়ার দাম কমেনি। কাজেই দাম কমার কোনও প্রশ্নই আসে না।’

বৈঠকে চামড়া ব্যবসায়ীরা দেশীয় বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না বলে অভিযোগ করেন। এর জবাবে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম তাদের উদ্দেশে বলেন, ‘দেশীয় বাজারে ভালো দাম না পেলে চামড়া রফতানির বিষয়টি আমরা চিন্তা করবো।’

প্রসঙ্গত, গত বছরও চামড়ার দাম একইরকম ছিল।

 

প্রকাশ :আগস্ট ৬, ২০১৯ ৬:৩৬ অপরাহ্ণ