২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪০

গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। লাইনচ্যুতির ঘটনায় একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকাল আটটার পর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইন দিয়ে স্টেশনে প্রবেশ করছিল। এর আগ মূহুর্তে মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। এতে পাঁচ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় ট্রেন ও ইঞ্জিনের তেমন ক্ষতি হয়নি।

ট্রেনটির লোকোমেটিক মাস্টার (চালক) আশরাফ হোসেন জানান, ওই বগির চাকায় অথবা লাইনে ত্রুটি থাকায় মালবাহী বগিটি লাইনচ্যুত হয়েছে।

ট্রেনের পরিচালক সারোয়ার হোসেন বলেন, ট্রেনটির মালবাহী একটি বগি লাইনচ্যুত হলেও ট্রেনের ইঞ্জিন ও অন্য বগির কোনো ক্ষতি হয়নি। ট্রেনটি এক নম্বর লাইনে লাইনচ্যুত হলেও দুই নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রকাশ :আগস্ট ৬, ২০১৯ ১২:৪৭ অপরাহ্ণ