১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

কাঁঠালবাগানে এসিতে আগুন, একই পরিবারের চার জন দগ্ধ

দেশজনতা অনলাইন : রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এসি থেকে আগুন লেগে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন−জাদুশিল্পী মুনিরুজ্জামান লিটন, তার স্ত্রী টুম্পা (২৭), মেয়ে লাইভা (৯) ও নয় মাসের ছেলে লিভান।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ জানান, কাঁঠালবাগানের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এসি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে প্রতিবেশীরা এসে দগ্ধদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসির কোনও ঝামেলা হওয়ায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল  জানান, আগুনে লিটনের ৫০ শতাংশ, তার স্ত্রীর ২৫ শতাংশ এবং দুই সন্তানের মধ্যে লাইভার ১৭ শতাংশ ও লিভানের সাত শতাংশ শরীর পুড়ে গেছে।
প্রকাশ :আগস্ট ৫, ২০১৯ ১২:২৫ অপরাহ্ণ