১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

সুবর্ণচরে বিধবাকে ধর্ষণের অভিযোগে আটক ৩

দেশজনতা অনলাইন : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এক বিধবা নারীকে (২৩) ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ আগস্ট) দুপুরে তাদেরকে আটক করা হয়। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আটকরা হলো- মোহাম্মদপুর ইউনিয়নের চর মুজাম গ্রামের নূর উদ্দিন (৪০), দেলোয়ার মাস্টার (৫০) ও নূরুল হুদা (৩৮)।

ওই নারী জানান, শনিবার গভীর রাতে নূর উদ্দিন, দেলোয়ার মাস্টার ও নূরুল হুদা তার ঘরে প্রবেশ করে। তারা তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। রবিবার সকালে স্বজনেরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, রবিবার সকালে ধর্ষণের ঘটনায় এক নারীকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভর্তির পর তার প্রাথমিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে।

চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে তিন জনকে আটক করা হয়েছে।

প্রকাশ :আগস্ট ৪, ২০১৯ ৬:১৩ অপরাহ্ণ