১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেগম খালেদা জিয়ার

দেশজনতা অনলাইন : জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় কারাগারে, সেখান থেকেই তিনি বলেছেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হোন। সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন।’

ঈদের আগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করে চেতনা বাংলাদেশ নামের সংগঠন।

সেলিমা রহমান বলেন, ‘এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। তাই বলি ঈদের আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তা না হলে বাংলাদেশে যে বিশৃঙ্খলা আসবে সেই বিশৃঙ্খলা ঠেকাতে পারবেন না। এর সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদের উপরেই পড়বে।’

সভায় সভাপতিত্ব করেন চেতনা বাংলাদেশের সভাপতি শামীম রহমান। সভা সঞ্চালন করেন ইসমাইল হোসেন সিরাজী। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন।

 

প্রকাশ :আগস্ট ৩, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ