১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

বিয়ের আসরে কনের বাবাকে খুন করল কথিত প্রেমিক

দেশজনতা অনলাইন : রাজধানীর মগবাজারে বিয়ের আসরে গিয়ে প্রেমিকার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা ও মাকে গুরুতর আহত করেছে এক তরুণ। আজ বৃহস্পতিবার দুপুরে দিলু রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তুলা মিয়া। অভিযুক্ত যুবক সজীব আহমেদ রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।হামলাকারী রকির বরাত দিয়ে পুলিশ জানায়, তার সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক মেনে না নিয়ে মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে।

আজ  দুপুরে একবারেই ঘরোয়া আয়োজনে ওই কমিউনিটি সেন্টারে মেয়েটির বিয়ের অনুষ্ঠান চলছিল। বিষয়টি জানতে পেরে সজীব আহমেদ রকি সেখানে গিয়ে হাজির হন। মেয়ের বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায় রকি তাকে ছুরিকাঘাত করেন। এ সময় মেয়ের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাদের উদ্ধার করে কাছের ইনসাফ হাসপাতালে নেওয়া হলে সেখানে বাবার মৃত্যু হয়। আর উন্নত চিকিৎসার জন্য আহত মাকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ‘কমিউনিটি সেন্টারে ১২-১৫ জনকে নিয়ে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে ঢুকে এক যুবক কনের মা-বাবার সঙ্গে কথা-কাটাকাটি শুরু করে। একপর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে চাকু দিয়ে ছুরিকাঘাত করে ওই যুবক। এতে কনের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করেন।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে পূর্বপ্রেমের সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

প্রকাশ :আগস্ট ১, ২০১৯ ৬:৪৫ অপরাহ্ণ